১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

বিশ্বকাপ বাছাইয়ে মেসি-সুয়ারেজ মুখোমুখি

দুইজনের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ বন্ধুত্বের। বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন সতীর্থ। আসছে মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে জুটি বাঁধার কথা রয়েছে তাদের। এর আগে এই দুই ফুটবল তারকাকে দেখা যাবে মুখোমুখি অবস্থানে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৭ নভেম্বর মাঠের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ম্যাচটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। যে স্কোয়াডে রয়েছেন সুয়ারেজ।

২০২২ কাতার বিশ্বকাপের পর চারটি প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে উরুগুয়ে। একটি ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৬৮ গোল করা সুয়ারেজকে। দীর্ঘদিন পর দেশের হয়ে খেলতে নামার সুযোগ এসেছে তার সামনে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলবেন গত বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসি। এখন দলের সঙ্গেই আছেন তিনি। তাই সুয়ারেজের মুখোমুখি হতে দেখা যাবে তাকে।

আর্জেন্টিনা ম্যাচের জন্য তারকা স্ট্রাইকার এদিনসন কাভানিকেও ফিরিয়েছে উরুগুয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের পর বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার বাছাইয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তাদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন ও চার নম্বরে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

বিশ্বকাপ বাছাইয়ে মেসি-সুয়ারেজ মুখোমুখি

প্রকাশিত : ১২:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

দুইজনের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ বন্ধুত্বের। বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন সতীর্থ। আসছে মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে জুটি বাঁধার কথা রয়েছে তাদের। এর আগে এই দুই ফুটবল তারকাকে দেখা যাবে মুখোমুখি অবস্থানে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৭ নভেম্বর মাঠের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ম্যাচটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। যে স্কোয়াডে রয়েছেন সুয়ারেজ।

২০২২ কাতার বিশ্বকাপের পর চারটি প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইয়ের চারটি ম্যাচ খেলেছে উরুগুয়ে। একটি ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচে ৬৮ গোল করা সুয়ারেজকে। দীর্ঘদিন পর দেশের হয়ে খেলতে নামার সুযোগ এসেছে তার সামনে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলবেন গত বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া মেসি। এখন দলের সঙ্গেই আছেন তিনি। তাই সুয়ারেজের মুখোমুখি হতে দেখা যাবে তাকে।

আর্জেন্টিনা ম্যাচের জন্য তারকা স্ট্রাইকার এদিনসন কাভানিকেও ফিরিয়েছে উরুগুয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইয়ের পর বলিভিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।

২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকার বাছাইয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। তাদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন ও চার নম্বরে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি