০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত সর্দারের মৃত্যু  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার(২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন একই এলাকার কাশেম ওরফে চোরা কাশেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ তিনি ডাকাত দলের সর্দার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাত সর্দার মিলন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে লোকজনের উপর হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা ডাকাতি করতো। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর গতকাল রাতে তার দলের দুজন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করা হয়। তার জের ধরে সোমবার দুপুরে মিলনের নেতৃত্বে মোটরসাইকেলযোগে তার বাহিনী এলাকায় মোহড়া দিয়ে কয়েকটি দোকান বাঙচুর ও শাহজাহান (দুবাই শাজাহান) নামে একজনকে রামদা নিয়ে কুপিয়ে আহত করার চেষ্টা চালায়। তখন বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে ডাকাত সদস্যদের ধাওয়া দিয়ে মিলনকে ধরে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে ডাকাত সর্দারের মৃত্যু  

প্রকাশিত : ০৫:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে জনতার গণপিটুনিতে মিলন নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার(২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন একই এলাকার কাশেম ওরফে চোরা কাশেমের ছেলে। স্থানীয়দের অভিযোগ তিনি ডাকাত দলের সর্দার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাত সর্দার মিলন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে লোকজনের উপর হামলা চালিয়ে বা বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকারসহ টাকাপয়সা ডাকাতি করতো। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর গতকাল রাতে তার দলের দুজন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করা হয়। তার জের ধরে সোমবার দুপুরে মিলনের নেতৃত্বে মোটরসাইকেলযোগে তার বাহিনী এলাকায় মোহড়া দিয়ে কয়েকটি দোকান বাঙচুর ও শাহজাহান (দুবাই শাজাহান) নামে একজনকে রামদা নিয়ে কুপিয়ে আহত করার চেষ্টা চালায়। তখন বিক্ষুদ্ধ জনতা মসজিদের মাইকে ঘোষণা করে ডাকাত সদস্যদের ধাওয়া দিয়ে মিলনকে ধরে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ/bh