০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

চমক নিয়ে আসছে অপোর নতুন ফোন

প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্টফোন কোম্পানিগুলো একের পর এক গ্রাহকদের চাহিদা মতো ফোন বাজারে আনছে।

এবার মধ্যম বাজেটের একটা ফোন বাজারে আনতে যাচ্ছে চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো। ফোনটি মডেল ‌‘অপো এ৫’।

সম্প্রতি প্রযুক্তি পাড়ায় ফোনটির তথ্য ফাঁস হয়েছে। এটি নিয়ে চলছে নানান আলোচনা।

অপো এ৫ স্মার্টফোনটি থাকবে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ছবি তুলার জন্য থাকছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেয়ার থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারী সেন্সার।

ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে ৮ মেগাপ্রিক্সেল। এই ক্যামেরা দিয়ে ফেস অানলক ফিচার কাজ করবে।

এর ডিসপ্লের উপরে থাকছে কালো নাচ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। ৪ জিবি র‌্যাম। আর ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। এতে থাকছে ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

অপো এ৫ এ পলিগন ব্যাক ডিজাইন থাকবে। নীল ও গোলাপী রঙে ফোনটি দেখা যাবে।

কানেকটিভিটির জন্য থাকবে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর একটি মাইক্রো ইউএসবি পোর্ট।

ফোনটির দাম ও কবে নাগাদ বাজারে আসবে এই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র: জেএসএমএরেনা ও এনডিবিভি

ট্যাগ :
জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

চমক নিয়ে আসছে অপোর নতুন ফোন

প্রকাশিত : ১১:৫২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্টফোন কোম্পানিগুলো একের পর এক গ্রাহকদের চাহিদা মতো ফোন বাজারে আনছে।

এবার মধ্যম বাজেটের একটা ফোন বাজারে আনতে যাচ্ছে চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো। ফোনটি মডেল ‌‘অপো এ৫’।

সম্প্রতি প্রযুক্তি পাড়ায় ফোনটির তথ্য ফাঁস হয়েছে। এটি নিয়ে চলছে নানান আলোচনা।

অপো এ৫ স্মার্টফোনটি থাকবে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ছবি তুলার জন্য থাকছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেয়ার থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারী সেন্সার।

ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে ৮ মেগাপ্রিক্সেল। এই ক্যামেরা দিয়ে ফেস অানলক ফিচার কাজ করবে।

এর ডিসপ্লের উপরে থাকছে কালো নাচ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। ৪ জিবি র‌্যাম। আর ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। এতে থাকছে ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

অপো এ৫ এ পলিগন ব্যাক ডিজাইন থাকবে। নীল ও গোলাপী রঙে ফোনটি দেখা যাবে।

কানেকটিভিটির জন্য থাকবে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর একটি মাইক্রো ইউএসবি পোর্ট।

ফোনটির দাম ও কবে নাগাদ বাজারে আসবে এই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র: জেএসএমএরেনা ও এনডিবিভি