০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

অলিম্পিকের পদক তালিকায় ব্যাপক রদবদল, শীর্ষে চীন

অলিম্পিক মানেই যেন পদকের জন্য যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই। লম্বা সময় ধরেই চলছে এই প্রতিযোগিতা। তবে এবারের প্যারিস অলিম্পিক যেন কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র পদকের বিচারে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও স্বর্ণপদকের দিক থেকে এখনো বেশ খানিকটা পিছিয়ে তারা। বিপরীতে এবারের অলিম্পিকে ৫ম দিনে এসে পদকতালিকার শীর্ষে উঠে এলো চীনের নাম।

আগের দুইদিন পদকতালিকায় ওপরে ছিল জাপানের নাম। ৫ম দিনে এসে তারা জিতেছে ২ সোনা। কিন্তু চীন এদিন আরও বেশি দুর্দান্ত। তিন সোনা জিতে উঠে এসেছে। এদিন ফ্রান্সও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। লিওঁ মারশাঁর রেকর্ড গড়া রাতে তারা জিতেছে দুই স্বর্ণ। জাপান নেমেছে তিনে।

গতকাল যুক্তরাষ্ট্র জয় করেছে এবারের আসরে নিজেদের ৫ম সোনা। মার্কিন কিংবদন্তি সাঁতারু কেটি লেডিকির কল্যাণে নিজেদের ঝুলিতে আরেকটি পদক যুক্ত করেছে তারা। নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে নিজের ১২তম সোনা নিশ্চিত করেন লেডিকি।

এদিন প্যারিসে নিজেদের প্রথম সোনা জিতেছে আর্জেন্টিনা। দেশটিকে প্যারিসে প্রথম সোনা এনে দিয়েছেন সাইক্লিস্ট হোসে টরেস গিল। সাইক্লিকংয়ে আর্জেন্টিনার এটি প্রথম ব্যক্তিগত সোনা, এবারের অলিম্পিকে প্রথম সোনা, রিও ২০১৬-এর পর যে কোনো খেলায় প্রথম সোনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা!

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

অলিম্পিকের পদক তালিকায় ব্যাপক রদবদল, শীর্ষে চীন

প্রকাশিত : ১২:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

অলিম্পিক মানেই যেন পদকের জন্য যুক্তরাষ্ট্র আর চীনের লড়াই। লম্বা সময় ধরেই চলছে এই প্রতিযোগিতা। তবে এবারের প্যারিস অলিম্পিক যেন কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র পদকের বিচারে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও স্বর্ণপদকের দিক থেকে এখনো বেশ খানিকটা পিছিয়ে তারা। বিপরীতে এবারের অলিম্পিকে ৫ম দিনে এসে পদকতালিকার শীর্ষে উঠে এলো চীনের নাম।

আগের দুইদিন পদকতালিকায় ওপরে ছিল জাপানের নাম। ৫ম দিনে এসে তারা জিতেছে ২ সোনা। কিন্তু চীন এদিন আরও বেশি দুর্দান্ত। তিন সোনা জিতে উঠে এসেছে। এদিন ফ্রান্সও নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছে। লিওঁ মারশাঁর রেকর্ড গড়া রাতে তারা জিতেছে দুই স্বর্ণ। জাপান নেমেছে তিনে।

গতকাল যুক্তরাষ্ট্র জয় করেছে এবারের আসরে নিজেদের ৫ম সোনা। মার্কিন কিংবদন্তি সাঁতারু কেটি লেডিকির কল্যাণে নিজেদের ঝুলিতে আরেকটি পদক যুক্ত করেছে তারা। নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে নিজের ১২তম সোনা নিশ্চিত করেন লেডিকি।

এদিন প্যারিসে নিজেদের প্রথম সোনা জিতেছে আর্জেন্টিনা। দেশটিকে প্যারিসে প্রথম সোনা এনে দিয়েছেন সাইক্লিস্ট হোসে টরেস গিল। সাইক্লিকংয়ে আর্জেন্টিনার এটি প্রথম ব্যক্তিগত সোনা, এবারের অলিম্পিকে প্রথম সোনা, রিও ২০১৬-এর পর যে কোনো খেলায় প্রথম সোনা। দক্ষিণ আমেরিকার কোনো দেশেরও প্যারিসে এটি প্রথম সোনা!

বিজনেস বাংলাদেশ/একে