১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি দুপুর ১২টা শুরু হয়েছে। মাঝখানে নামাজের বিরতি শেষে আবার শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আজ (শুক্রবার) দুপর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের।

প্রসঙ্গত, বৃহস্প‌তিবার ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বিজনেস বাংলাদেশ/ডিএস

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে

প্রকাশিত : ০২:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি দুপুর ১২টা শুরু হয়েছে। মাঝখানে নামাজের বিরতি শেষে আবার শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আজ (শুক্রবার) দুপর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের।

প্রসঙ্গত, বৃহস্প‌তিবার ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি নতুন দায়িত্ব পাওয়া তিন উপদেষ্টা।

বিজনেস বাংলাদেশ/ডিএস