০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

হরিপুরে খরায় পুড়ছে আমন ক্ষেত-শ্যালো পাম্পেই এখন কৃষকের শেষ ভরসা

oppo_18

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গতকয়েক দিনের তাপদাহের প্রচন্ড খরায় পুড়ছে কৃষকের রোপা আমনের ক্ষেত। ধানক্ষেত বাঁচাতে শ্যালো পাম্পেই এখন কৃষকের শেষ ভরসা। ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় বিপাকে পরেছে কৃষক।

হরিপুর থানা পাড়ার কৃষক মোজাফ্ফর বলেন, ভরা বর্ষা মৌসুমে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে ওই সময় আমন ধারেন চারা রোপনের সময় শ্যালো পাম্প দিয়ে জমিতেপানি সেচ দিয়ে রোপা আমনের চাসাবাদ করতে হয়েছে।

আর কয়েকদিন পরেই ধানের শীষ বের হবে। প্রটন্ড খরায় বৃষ্টির অভাবে ধানক্ষেত শুকিয়ে গেছে। এখন ধান ক্ষেতে পানি না দিলে ক্ষেত নষ্ট হয়ে যাবে। ভালো ফলন হবেনা। তাই শ্যালো পাম্প দিয়ে আমন ক্ষেতে পানি দিতে হচ্ছে।এতে বেশী খরচ হলেও চাষাবাদ করতে হচ্ছে।

হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, চলতি মৌসুমে ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা রয়েছে।

তবে চাহিদা মোতাবেক বৃষ্টিপাত না হলে কৃষকদের সেচ,সার ও কিটনাশকের খরচ বৃদ্ধি পাবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে ,নতুন কৌশলে চালাতে হবে

হরিপুরে খরায় পুড়ছে আমন ক্ষেত-শ্যালো পাম্পেই এখন কৃষকের শেষ ভরসা

প্রকাশিত : ০৫:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গতকয়েক দিনের তাপদাহের প্রচন্ড খরায় পুড়ছে কৃষকের রোপা আমনের ক্ষেত। ধানক্ষেত বাঁচাতে শ্যালো পাম্পেই এখন কৃষকের শেষ ভরসা। ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় বিপাকে পরেছে কৃষক।

হরিপুর থানা পাড়ার কৃষক মোজাফ্ফর বলেন, ভরা বর্ষা মৌসুমে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে ওই সময় আমন ধারেন চারা রোপনের সময় শ্যালো পাম্প দিয়ে জমিতেপানি সেচ দিয়ে রোপা আমনের চাসাবাদ করতে হয়েছে।

আর কয়েকদিন পরেই ধানের শীষ বের হবে। প্রটন্ড খরায় বৃষ্টির অভাবে ধানক্ষেত শুকিয়ে গেছে। এখন ধান ক্ষেতে পানি না দিলে ক্ষেত নষ্ট হয়ে যাবে। ভালো ফলন হবেনা। তাই শ্যালো পাম্প দিয়ে আমন ক্ষেতে পানি দিতে হচ্ছে।এতে বেশী খরচ হলেও চাষাবাদ করতে হচ্ছে।

হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, চলতি মৌসুমে ১৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা রয়েছে।

তবে চাহিদা মোতাবেক বৃষ্টিপাত না হলে কৃষকদের সেচ,সার ও কিটনাশকের খরচ বৃদ্ধি পাবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস