০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বার্সা বড় জয় পেল ‘বড়’ ক্ষতির বিনিময়ে

গতকাল রাতে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। তবে ভিয়ারেয়ালের বিপক্ষে বড় জয়ের আনন্দের ম্যাচেই বিষাদের অস্বস্তি হয়ে এসেছে। প্রথমার্ধে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, টের স্টেগেন পড়ে যাওয়া সময় তার শরীরের সব ভার পড়েছে ডান পায়ের ওপর, যে হাঁটুতে তার আগেও দুই দফায় অস্ত্রোপচার হয়েছে। এবারও যদি অস্ত্রোপচার লাগে, তাহলে গোটা মৌসুম বাইরে থাকতে হতে পারে ৩২ বছর বয়সী জার্মান গোলকিপারকে।

বার্সা কোচ হান্সি ফ্লিকের কাছে ম্যাচের পর জানতে চাওয়া হয়েছিল টের স্টেগেনের চোটের অবস্থা। জবাবে যথেষ্টই চিন্তিত মনে হলো ফ্লিককে,‘বেশ গুরুতর চোট বলেই মনে হয়েছে। সে নিজেও এরকম মনে করছে, মাঠে আপনারা দেখতেই পাচ্ছিলেন…’

গুরুতর চোট মানে লম্বা সময় বাইরে থাকার শঙ্কা। ফ্লিকের দিকে প্রশ্ন ছুটে গেল, ‘বিকল্প কাউকে দলে যোগ করার ভাবনা কি এখনই শুরু করে দিয়েছেন?’ জবাবে সরাসরিই বিরক্তি প্রকাশ করলেন ফ্লিক, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এই প্রশ্নটি আমার ভালো লাগল না। আগে দেখতে হবে, মার্কের সত্যিকারের অবস্থা কী। সে আমাদের অধিনায়ক। যা হয়েছে, তাতে আমার খুবই খারাপ লাগছে। দয়া করে বোঝার চেষ্টা করুন যে, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ওর (টের স্টেগেন) সঙ্গে এখনও আমার কথাই হয়নি।’

ট্যাগ :

বার্সা বড় জয় পেল ‘বড়’ ক্ষতির বিনিময়ে

প্রকাশিত : ১২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

গতকাল রাতে ৫-১ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। তবে ভিয়ারেয়ালের বিপক্ষে বড় জয়ের আনন্দের ম্যাচেই বিষাদের অস্বস্তি হয়ে এসেছে। প্রথমার্ধে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, টের স্টেগেন পড়ে যাওয়া সময় তার শরীরের সব ভার পড়েছে ডান পায়ের ওপর, যে হাঁটুতে তার আগেও দুই দফায় অস্ত্রোপচার হয়েছে। এবারও যদি অস্ত্রোপচার লাগে, তাহলে গোটা মৌসুম বাইরে থাকতে হতে পারে ৩২ বছর বয়সী জার্মান গোলকিপারকে।

বার্সা কোচ হান্সি ফ্লিকের কাছে ম্যাচের পর জানতে চাওয়া হয়েছিল টের স্টেগেনের চোটের অবস্থা। জবাবে যথেষ্টই চিন্তিত মনে হলো ফ্লিককে,‘বেশ গুরুতর চোট বলেই মনে হয়েছে। সে নিজেও এরকম মনে করছে, মাঠে আপনারা দেখতেই পাচ্ছিলেন…’

গুরুতর চোট মানে লম্বা সময় বাইরে থাকার শঙ্কা। ফ্লিকের দিকে প্রশ্ন ছুটে গেল, ‘বিকল্প কাউকে দলে যোগ করার ভাবনা কি এখনই শুরু করে দিয়েছেন?’ জবাবে সরাসরিই বিরক্তি প্রকাশ করলেন ফ্লিক, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এই প্রশ্নটি আমার ভালো লাগল না। আগে দেখতে হবে, মার্কের সত্যিকারের অবস্থা কী। সে আমাদের অধিনায়ক। যা হয়েছে, তাতে আমার খুবই খারাপ লাগছে। দয়া করে বোঝার চেষ্টা করুন যে, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না। ওর (টের স্টেগেন) সঙ্গে এখনও আমার কথাই হয়নি।’