দিনাজপুরে সুষ্ঠু ব্যবস্থাপনায় ২০ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বাফার (সার) গোডাউন নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিআইসি’র অধীনে বরাদ্দকৃত ৭২ কোটি ৭৫ লক্ষ ৩২ হাজার টাকায় মজিদ এন্ড সন্স কন্সট্রাকশন লিঃ ঠিকাদারী প্রতিষ্ঠানটি দিনাজপুর সদরের চুনিয়াপাড়া এলাকায় ২২ জুলাই ২০২৪ তারিখে ইউরিয়া সারের জন্য স্টিল স্ট্রাকচার ২০ হাজার মেট্রিক টন বাফার গোডাউন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠানটি ২০ হাজার মেট্রিক টনের একটি সারের গোডাউন, অফিস, কোয়াটার, সীমানা প্রাচীর, পাকা রাস্তা, আনসার ব্রাক, সাব-স্টেশন ও চারটি ওয়াস টাওয়ার নির্মাণ কাজটি আগামী ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে সম্পন্ন করার লক্ষে নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।
গত ২৬ এপ্রিল দুপুরে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব সুলতান আলম ও প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুরুল হক সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে করেন। বিসিআইসি’র উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) গুপীনাথ বর্মন ও মোঃ নুরুজ্জামান জানান, সার সংরক্ষন ও বিতরনের সুবিদার্থে উত্তরবঙ্গের দিনাজপুর, ঠাকুরগাও, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ সারাদেশে ৩৪টি স্থানে বাফার গোডাউন নির্মান প্রকল্পের কাজ চলমান রয়েছে।
দিনাজপুর সদরে চুনিয়াপাড়া এলাকায় ২০ হাজার মেঃ টন ধারন ক্ষমতা সম্পন্ন বাফার গোডাউন নির্মান কাজ শুরু হয়েছে। প্রকল্পের নির্মান কাজের বিষয়ে মজিদ সন্স কন্সট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনীয়ার মাহিম আহাম্মেদ মামুন জানান, ২২ জুলাই ২০২৪ তারিখে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় এবং আগামী ২১ জানুয়ারী ২০২৬ তারিখে প্রকল্পের কাজের মেয়াদ শেষ হবে।
আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন করার লক্ষে প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
ডিএস./