গোপালগঞ্জ শহরে বাসচাপায় লুৎফর রহমান শেখ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস গোপীনাথপুরে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফাল্গুনী পরিবহন বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায় এবং টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি গোপীনাথপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। এসময় বাসচাপায় পথচারী লুৎফর রহমান শেখসহ অন্তত ১১ বাসযাত্রী আহত হন।
পুলিশ আরো জানায়, আহত লুৎফুর রহমানকে তাৎক্ষনিক গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




















