নিজ বাসভবনে সরস্বতী পূজার আয়োজন করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আসছে পঞ্চমী তিথিতে (৩০ জানুয়ারি) জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। বসে থাকবেন না এই নায়িকাও।
অপু বলেন, ‘ছোটবেলায় স্কুলে সরস্বতী পূজায় খুব আনন্দ করতাম। সেসময় স্কুলে উৎসবমুখর পরিবেশ থাকত। এই দিনটির জন্য আমরা অপেক্ষা করতাম। ঢাকায় চলে আসার পর ঘটা করে সরস্বতী পূজায় অংশ নেয়া হয় না। তবে এবার একটু ভিন্নভাবে আয়োজন করতে চাচ্ছি। এজন্য প্রস্ততিও প্রায় শেষ করে এনেছি।’
অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতায় ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অপু বর্তমানে স্টেজ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন।
ওমেন বাংলাদেশ/বিএইচ

























