শেরপুরের সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় শেরপুর ও জামালপুর মহাসড়কে পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালের দিকে শেরপুরের সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় শেরপুর ও জামালপুর মহাসড়কে পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা অনুষ্ঠিত হয়।এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইশতিয়াক মজনুন ইশতি।শেরপুর সদর উপজেলা চরপক্ষীমারি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ সহ উপজেলা ভূমি অফিসে সদস্যগণের সার্বিক সহযোগিতায় রাস্তায় অটোরিক্সা থামিয়ে যানজট ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৪ জন অটো রিক্সাচালককে মোট ২,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
এর পাশাপাশি যত্রতত্র সাথে অটোরিকশা থামিয়ে যাত্রী উঠা-নামা না করে রাস্তার পাশে খালি জায়গা ব্যবহার করার জন্য অটোরিক্সা।
এই ব্যাপারে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইশতিয়াক মজনুন ইশতি জানান যে,সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাস্তায় অটোরিক্সা থামিয়ে যানজট ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৪ জন অটো রিক্সাচালককে মোট ২,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
এর পাশাপাশি যত্রতত্র সাথে অটোরিকশা থামিয়ে যাত্রী উঠা-নামা না করে রাস্তার পাশে খালি জায়গা ব্যবহার করার জন্য অটোরিক্সা চালকদের সচেতন করা হয়। যানজট নিরসনে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।
ডিএস./





















