সিলেটের ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে ২শ’ ৩০ কেবি সাব-স্টেশনের আগুন লাগার ঘটনা ঘটছে। আগুনের পরপরই সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সাব-স্টেশনের ৩শ’ এম বিপিএ ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার জানান, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হলে আরো কয়েকদিন সময় লাগবে। তবে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে ওই উপকেন্দ্রে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ওই সাব স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হত।




















