চট্টগ্রামের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকা থেকে সাদিয়া জান্নাত (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ এলাকার বাছা মিয়ার মেয়ে।
পাঁচলাইশ থানার এসআই আবু তালেব জানান, সোমবার বিকেল ৫টার দিকে নীলরঞ্জন নিবাস নামে একটি ভবনের দ্বিতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তালেব বলেন, নিজ ঘরের ভিতরে সিলিং ফ্যানের সাথে ছুলন্ত অবস্থায় এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেঝ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমান পাওয়া গেছে। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
























