মাশরাফী বিন মোর্ত্তজার পর জাতীয় সংসদ সদস্য হতে যাচ্ছেন আরেক ক্রিকেটার সাকিব আল হাসান। আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচন সামনে রেখে এমন গুঞ্জন ভাসছে। তবে এ বিষয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কোনো মন্তব্য জানা যায়নি।
সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। ফলে ঢাকা ১০ আসনটি শূণ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এরপর থেকেই তাপসের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নে সাকিব আল হাসানের নির্বাচনের বিষয়টি সামনে আসে। আইসিসির নিষেধাজ্ঞায় বর্তমানে মাঠের বাহিরে রয়েছেন রয়েছেন তিনি।
সাকিব ছাড়াও এই আসনে দলের একাধিক হেভিওয়েট নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান ও তাপসের ভাই শেখ ফজলে শামস পরশ, ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপস, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ঢাকা-১০ আসনে প্রার্থী মনোনয়নে চমক থাকবে। এ হিসেবে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বা সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, আসন্ন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে চমক অপেক্ষা করছে। তবে এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফী বিন মোত্তর্জা একাদশ সাধারণ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে সাকিব নিজ জেলা মাগুরা থেকে মনোনয়ন নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























