দুর্নীতি দমন কমিশন (দুদক) সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী মো. আছির উদ্দিনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে দুদকের ডেপুটি ডিরেক্টর (ডিডি) মঞ্জুর আলম তাকে গ্রেফতার করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে দুদক কার্যালয়ে নেয়া হচ্ছে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
























