ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলার অভিযোগে আটক করা বাংলাদেশের নাগরিক আকায়েদ উল্লাহর পরিবারকে খুঁজছে বাংলাদেশ পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কে বাংলাদেশি কনস্যুল জেনারেল শামিম আহসান জানান, আকায়েদ উল্লাহ ব্রুকলিনে তার মা, বোন ও দুই ভাইকে নিয়ে বসবাস করেন। তিনি আমেরিকার গ্রীন কার্ডধারী নাগরিক।
বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শহিদুল হক রয়টার্স জানিয়েছেন, আকায়েদ বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এলাকায় কোনো অপরাধের প্রমাণ নেই। সর্বশেষ গত সেপ্টেম্বরে সে বাংলাদেশে এসেছিলো।
জানা গেছে, আকায়েদ উল্লাহর দেশের বাড়ি সন্দ্বীপের মুছাপুরে। বাবার নাম সানাউল্লাহ মিয়া। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন। বাংলাদেশে তাঁর পরিচিত কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ পুলিশ।























