০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

বন্ধুর হাতে খুন: ৪ জনের ফাঁসি

রাজধানীর ডেমরা এলাকায় বন্ধুর হাতে বন্ধু রানা খুনের এক মামলায় চারজনকে ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাসুদ, আলামিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা চারজনই পলাতক।

বাবলা ও মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বন্ধুর হাতে খুন: ৪ জনের ফাঁসি

প্রকাশিত : ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

রাজধানীর ডেমরা এলাকায় বন্ধুর হাতে বন্ধু রানা খুনের এক মামলায় চারজনকে ফাঁসি ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাসুদ, আলামিন ওরফে আলম, শফিকুল ইসলাম ওরফে রবিন ও জাহাঙ্গীর হোসেন। তারা চারজনই পলাতক।

বাবলা ও মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২০০৯ সালের ১০ জানুয়ারি ডেমরা থানার শূন্যচেংড়া গ্রামের আব্দুল আলীমের ফাঁকা জমিতে রানার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম হত্যা মামলাটি দায়ের করেন।