ঢাকা : এআর রহমানের মেয়ে খাতিজার বোরখা পরা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্য। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার তসলিমান মন্তব্য নিয়ে মুখ খুললেন এআর রহমান কন্যা।
কিছুদিন আগে খাতিজা রহমানের বোরখা পরা নিয়ে সমালোচনা করেন বাংলাদেশের লেখিকা। তিনি বলেছিলেন, ”AR রহমানের সুর আমি ভালোবাসি। তবে যখনই আমি ওনার মেয়েকে দেখি তখনই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ‘সংস্কৃতি মনস্ক পরিবারের একটি শিক্ষিত মেয়েরও মগজ ধোলাই হয়, এটা হতাশাজনক।”
তসলিমার এই মন্তব্যের প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়, কেউ তসলিমার পক্ষে মত দেন, কেউ আবার খতিজার পক্ষে সরব হন। তবে এবার লেখিকার মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন খোদ খতিজা রহমান।
তিনি লেখেন, ”গত একবছর ধরে দেখছি, আমার এই বিষয়টাকে নিয়ে বড়বেশি আলোচনা হচ্ছে। এদেশে কত কিছুই ঘটে যাচ্ছে, তবে লোকজন সব ছেড়ে আমার পোশাক নিয়ে আলোচনায় ব্যস্ত। মানুষের আমার পোশাক নিয়ে অনেক কিছু বলার রয়েছে। তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি গর্বিত এবং খুশি। আমার নিজের সিদ্ধান্ত নিয়ে আমার দুঃখ নেই। যাঁরা আমাকে আমার মত করে গ্রহণ করেছেন তাঁদের পাশে থাকার জন্য ধন্যবাদ।… আর প্রিয় তসলিমা নাসরিন, আপনার যদি দমবন্ধ লাগে, তাহলে খোলা হাওয়ায় গিয়ে শ্বাস নিয়ে আসুন। আর গুগলের সার্চ করে দেখুন প্রকৃত নারীবাদী কাকে বলে। অন্য মহিলাদের ছোট করা কিংবা তাঁর বাবার নাম নিয়ে আসাকে নারীবাদ বলে না। আমি আপনার মতামতের জন্য আপনাকে আমার ছবি পাঠায় নি।”
এদিকে যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের পাল্টা একটি পোস্টে ধন্যবাদ জানাতেও ভোলেননি খতিজা রহমান।
তসলিমা ও খাতিজার এই মন্তব্যের সাপেক্ষে সোশ্য়াল মিডিয়ায় এখনও তরজা জারি রয়েছে। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতেই দেখা যায়নি এ আর রহমানের।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























