চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু আতঙ্ক বেড়েই চলেছে। নতুন করে কেন্দ্রস্থল হুবাই প্রদেশে আরো ১০৮ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় হেলথ কমিশন জানিয়েছে, এ ভাইরাসে বিশ্বব্যাপী দুই হাজার ১২০ জন মারা গেছেন। একদিনেই হুবেই প্রদেশে ১০৮ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২১১২ জনে। নতুন করে ৩৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এছাড়াও চীনের বাইরে অন্তত আটজন মারা গেছেন। এর মধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন।
হুবেইয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩১ জনে। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬২ জনে। এর মধ্যে বেশির ভাগই চীনের।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















