অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তান নারী দলকে ৫ রানে হারায় সালমা খাতুনের দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করে কুড়ি ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। তার ৩৮ বলের ইনিংসে রয়েছে ছয়টি চারের মার। অন্যদের মধ্যে ২১ রান করেন ফারজানা হক। রিতু মনি অপরাজিত ১৪ ও নিগার সুলতানা ১৩ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে আইমান আনোয়ার সর্বোচ্চ দুটি উইকেট নেন।
জবাবে জাহানারা আলম, খাদিজাতুল কুবরা ও সালমাদের বোলিংয়ের সামনে দুই বল বাকি থাকতেই ১০৬ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন জেভেরিয়া খান। ১৮ রান করেন আলিয়া রিয়াজ; নিদা দারের ব্যাট থেকে আসে ১৪ রান। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৩.৪ ওভার বোলিং করে ২২ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার জাহানারা আলম। ১১ রানে তিন উইকেট নেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। অধিনায়ক সালমা নেন দুটি উইকেট।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

























