০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

রাজধানীতে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি একজন ডাকাত ছিলেন।

সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে বিজিপ্রেস মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুর রহমানের ছেলে।

বিজি প্রেস মাঠ সংলগ্ন এলাকায় পিকআপভ্যান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে আব্দুল্লাহ নিহত হন। তখন অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুজ্জামান ও এসআই মারগুব তৌহিদ আহত হয়েছেন দাবি করে এসআই মিজানুর রহমান আরো বলেন, তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

রাজধানীতে ‘কথিত’ বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ১১:৪৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশের সাথে ‘কথিত’ বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি একজন ডাকাত ছিলেন।

সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে বিজিপ্রেস মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুর রহমানের ছেলে।

বিজি প্রেস মাঠ সংলগ্ন এলাকায় পিকআপভ্যান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে আব্দুল্লাহ নিহত হন। তখন অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবি করেছে।

ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুজ্জামান ও এসআই মারগুব তৌহিদ আহত হয়েছেন দাবি করে এসআই মিজানুর রহমান আরো বলেন, তাদেরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।