১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাভিশনে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের মহানায়ক’ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের মহানায়ক’ প্রচার হবে বাংলাভিশনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এই মহানায়কের জীবন ছিলো সংগ্রাম মুখর, ছিলো নানা ঘাত প্রতিঘাত।
কেমন ছিলো বাঙালির এই মহানায়কের শুরুর জীবন? শৈশব, শিক্ষা, আন্দোলন আর রাজনীতিতে তার উত্থান নিয়ে বিশেষ এই অনুষ্ঠানে ৬টি পর্বে সঞ্চালকের সাথে বিশিষ্ট অতিথিগণ আলোচনা করেছেন। ৬ষ্ঠ ও শেষ পর্বটির বিষয় ‘সশস্ত্র বাহিনীর পূনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান’। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মো. শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি; কমডোর আরিফ আহমেদ মোস্তফা, (জি), এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন; এবং এয়ার কমডোর মো. আবু রায়হান, জিইউপি, পিএসসি। ‘ইতিহাসের মহানায়ক’ বাংলাভিশনে প্রচার হবে আজ (১৭ মার্চ ২০২০, মঙ্গলবার) বিকেল ৫টা ২০মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























