দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে এবার ভোটার হিসেবে নিবন্ধিত হতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আসেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাভ ও ভোটার তালিকায় নাম তোলার লক্ষ্যেই তার এই ঝটিকা সফর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই। সাধারণ নাগরিকদের মতো ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়া ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ইসির ১৫ ধারা অনুযায়ী, যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিশেষ এখতিয়ার কমিশনের রয়েছে।
নির্বাচন কমিশনে আসার আগে আজ সকালে তারেক রহমান বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ যোদ্ধা ওসমান হাদির কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি আগারগাঁওয়ে পৌঁছান। তার উপস্থিতিকে কেন্দ্র করে ইসি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ করা গেছে।
তারেক রহমান আসন্ন নির্বাচনে তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। আজ ভোটার নিবন্ধন সম্পন্ন হলে তার নির্বাচনী লড়াইয়ে নামার বিষয়টি আরও আনুষ্ঠানিক রূপ পাবে।
ডিএস./

























