কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিদ্দিকুর রহমান (৭২) নামে এক মুক্তিযোদ্ধা মৃত্যু হয়েছে।
শনিবার সকালে দাউদকান্দি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান উপজেলার চারআনি হাসনাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানা যায়, ৪৬তম বিজয় দিবসে দাউদকান্দি হাই স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এক পর্যায়ে মাঠেই ঢলে পড়েন সিদ্দিকুর রহমান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইয়াছিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




















