আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদ্য প্রয়াত মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী ছায়েদুল হকের স্থান অপূরণীয়।
রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পর পর দু’জন নেতা চলে যাওয়া (মারা যাওয়া) আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, সততার দিক দিয়ে মরহুম ছায়েদুল হক ছিলেন অতুলনীয়। জীবনে লোভ-লালসা তাকে স্পর্শ করতে পারে নি। মন্ত্রী হওয়ার পরেও গ্রামে তিনি একটি টিনের ঘরে বসবাস করতেন। আওয়ামী লীগের এ রকম বহু নেতা রয়েছে যারা অর্থ বিত্তের মহে রাজনীতি করেন না।
এ সময় সদ্য প্রয়াত চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে বলেন, তিনি কতোটা জনপ্রিয় ছিলেন তা তার জানাজায় জনশ্রোত দেখলেই বুঝা যায়। পরপর এ দুই নেতার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। এদের স্থানী ই-রিপলেসঅ্যাবল।
























