নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। রবিবার সকালে মাদারীপুর অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য, জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রার্থীদের মনোনয়ন দেবেন।
তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার উন্নয়ন দেখে জনগণ আবারো নৌকায় ভোট দেবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ হত্যা করে, তাদের বাংলার জনগণ কখনোই ভোট দেবে না। দেশের জনগণ জানেন, এ সন্ত্রাসী দল ক্ষমতায় এলে তারা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। এজন্য জনগণ তাদের ভোট দেবে না। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার সরকারের হাত ধরে এ দেশে হবে উন্নত বাংলাদেশ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।




















