চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সোমবার অনুষ্ঠিত হবে।
রবিবার মহিউদ্দিনের বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ওইদিন সকাল ৯টায় চশমা হিলের বাসায় ছোট পরিসরে মিলাদের আয়োজন করা হবে। সেখানে আমার মা, দলের নারী নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেবেন।
‘কিং অব চিটাগাংয়ে সকাল ১১টা থেকে দলের নেতারা থাকবেন। পরিবারের পক্ষ থেকে আয়োজিত ওই কুলখানি অনুষ্ঠান শেষে সেখানে মেজবানও থাকছে।’
পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য নগরীর রিমা কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
























