মুম্বাইয়ের সাকি নাকা এলাকায় একটি মিষ্টির দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা নাগাদ ওই আগুন লাগার ঘটনা ঘটে।
বৃহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) দুর্যোগ প্রশমন দল জানিয়েছে, খাইরানি রোডের লক্ষ্মী নারায়ণ মন্দিরের নিকটবর্তী মিষ্টির দোকানটিতে আগুন লাগে। এতে দোকানটি পুরোপুরি পুড়ে যায়।
আগুনের সময় দোকানটিতে ১৫ জন শ্রমিক ছিলেন জানিয়ে দোকান মালিক বলেন, আগুন দ্রুতই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দু’একজন দৌড়ে পালাতে সক্ষম হন।
অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১২টি মরদেহ উদ্ধার করে। তাদের সবারই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঘাটকোপার রাজধানী হাসপাতালের সহকারী চিকিৎসা কর্মকর্তা ড. শিতল।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি, পুড়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি মরদেহগুলো।
গত সেপ্টেম্বরে মুম্বাইয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়, আহত হন অনেকে। মুম্বাইয়ে এমন মৃত্যুর পেছনে দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশ্লেষকরা।























