জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা’দ আল-হোসেইন বলেছেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে মিয়ানমারের যেসব নেতা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তিনি আরো বলেছেন, বিচারের আওতায় আনলে মিয়ানমারের নেতা ও সামরিক কর্মকর্তারা যে গণহত্যার জন্য অভিযুক্ত হবেন সে সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে রা’দ আল-হোসেইন এসব কথা বলেছেন। তার এ সাক্ষাৎকার আজ (সোমবার) শেষ বেলায় প্রচার হওয়ার কথা রয়েছে। রা’দ আল-হোসেইন আরো বলেন, মিয়ানমারে যে মাত্রায় সামরিক অভিযান চালানো হয়েছে তাতে বিষয়টি নিয়ে উঁচু পর্যায়ে সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন রয়েছে।
জাতিসংঘের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনী যে মাত্রায় হামলা করেছে তা চিন্তার বাইরে এবং পরিকল্পিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর এ ধরনের হত্যা-নির্যাতন বন্ধের জন্য তিনি ব্যক্তিগতভাবে মিয়ানমারের কার্যত নেতা অং সান সুচিকে ফোন করেছেন কিন্তু কোনো লাভ হয় নি।
রা’দ আল-হোসেইন বলেন, যেসব ঘটনা ঘটেছে তাতে সেখানে যে গণহত্যা হয়েছে সে সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারবেন না। গণহত্যাকে সকল অপরাধের অপরাধ হিসেবে বর্ণনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। মিয়ানমারের উগ্র বৌদ্ধ সন্ত্রাসী ও সামরিক বাহিনীর অভিযান হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, হত্যা-নির্যাতনের মুখে টিকতে না পেরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

























