পাইওনিয়ার ডেন্টাল কলেজের বিনিশা শাহ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি নেপালির নাগরিক। মঙ্গলবার কোনো এক সময় রাজধানীর ভাটারা থানাধীন মেডিকেল কলেজটির হোস্টেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুপুর পৌনে ২টার দিকে আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।
























