মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস উল্টে শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এসময় আরো ১৮ জন আহত হয়। মঙ্গলবার দেশটির কুইনতানা রু রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাসটিতে ৩১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও সুইডেনের নাগরিক ছিলেন।
রয়েল ক্যারিবিয়ান ক্রুজ জাহাজের মুখপাত্র সিনথিয়া মার্টিনেজ জানিয়েছেন, বাসের আরোহীদের মধ্যে ২৭ জন তাদের ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। তারা ধ্বংসপ্রাপ্ত মায়া সভ্যতার নগরী চাকোচোবেনে যাচ্ছিলেন।
কোস্টা মায়া নামের বাস কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
কুইনতানা রু এর স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, মেক্সিকোতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছর কুইনতানা রুতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছিল ১১ পর্যটক।























