মুদ্রা পাচারসহ নানা অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ আবারও স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার তাদের জামিন ২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে এ আদেশ দিয়েছেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর আপন জুয়েলার্সের তিন ভাইয়ের জামিন বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি মো. ইমান আলী।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর গুলশান, ধানমণ্ডি, রমনা ও উত্তরা থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলার মধ্যে তিন মামলায় দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের মালিকদের জামিন দেন হাইকোর্ট। তবে বাকি দুই মামলা স্ট্যান্ডওভার রাখা হয়েছে।
























