সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাসহ করোনা ভাইরাসে নতুন ৭ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন সুস্থ্য হয়েছে ৪ জন। এর আগে আক্রান্ত আরও একজন সুস্থ্য হয়েছে।
জানা যায়, বুধবার এ উপজেলা থেকে ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে নতুন ৭ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, হাসপাতালের এক আক্রান্ত নার্সের ননদ, আরও এক নার্সের স্বামী, দুই কর্মচারী, আগে আক্রান্ত এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু আক্রান্ত রয়েছে। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। এ নিয়ে ধর্মপাশায় মোট শনাক্ত হয়েছে ১৪ জন।
আগে আক্রান্তদের মধ্যে হলিদাকান্দা গ্রামের জরিনা আক্তার ও রাজনগর গ্রামের সুফিয়া আক্তার, ধর্মপাশা কলেজ রোডে বসবাসকারী কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমান মজুমদার ও হাসপাতালের কর্মচারী সুমন তালুকদার সুস্থ্য হয়েছে। এর আগে গত শুক্রবার হলিদাকান্দা গ্রামের ওই নারীর ছেলে সাগর মিয়া করোনামুক্ত হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















