করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধ (৬০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে পালিয়ে ভোলার দৌলতখানে তার গ্রামের বাড়িতে এসেছে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ওউপজেলা স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে গিয়ে তাকে হোম আইসোলেশনকরেছে।
জানা যায়, গত সোমবার(১১মে) ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভব করলে ভোলা সদর হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনষ্টিটিউট( আইইডিসিআর) এ পাঠায়। এরপর বুধবার (১৩ মে) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে তাকে দৌলতখান হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য বিভাগ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ পাঠায়। এরপর শনিবার(২৩মে) বৃদ্ধ সেখান থেকে পালিয়ে আসেন।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার(২৩মে) ওই বৃদ্ধ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে পালিয়ে আসে। খবরপেয়ে তার বাড়িতে গিয়ে তাকে হোম আইসোলেশন করা হয়েছে। করোনা আক্রান্ত বৃদ্ধ এখন অনেকটা সুস্থ আছেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত পালিয়ে আসা বৃদ্ধকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















