নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৬ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৩ জনে।
আজ বুধবার (৩ জুন) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৬৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০৬ জনের নমুনা করোনা পজিটিভ হিসেবে পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রূপগঞ্জে ১২, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৪১, আড়াইহাজার উপজেলায় ১৯, সদর উপজেলায় ২৮ ও বন্দরে ৬ জন।
এ বিষয়ে জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ১৫৩ জন করোনা আক্রান্তের মধ্যে ৮১৩ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন ৮৫ জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর