গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নতুনবাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ও মালামাল পুড়ে ছাঁই। বুধবার সকালে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম এবং স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে নতুনবাজার এলাকার একটি টিনশেড মার্কেটে আগুন লাগে।
মুহূর্তেই আগুন ওই মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে কাশিমপুর ডিবিএল স্টেশনের একটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আর জানান, আগুনে ঝুট, প্লাস্টিকসহ বিভিন্ন রকমের ১৮ দোকান ও মালামাল পুড়েছে। বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।