চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।এখনো তাদের নাম পাওয়া যায়নি। বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম হুমায়ুন কবীর।
মঙ্গলবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আড়াই লাখ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কারখানা থেকে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এ এম হুমায়ুন কবীর জানান, গোপন খবর পেয়ে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে ইয়াবা তৈরির সময় চারজনকে গ্রেফতার করা হয়। প্রায় আড়াই লাখ ইয়াবা ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।






















