লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০০৬ সালে সেরা সুন্দরীর মুকুট জিতেন জাকিয়া বারী মম। এরপর থেকে শোবিজে পথচলা। বিজ্ঞাপন, নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করে চলছেন। কিন্তু অবাক বিষয় ক্যারিয়ারের ১৪ বছরের মাথায় এসে অভিনয়ের জন্য পরীক্ষা দেন মম। আর সেই পরীক্ষায় পাশও করেছেন তিনি।
মম বলেন, অভিনয় জীবনের ১৪ বছরের মাথায় এসে অভিনেত্রী হিসেবে পরীক্ষা দিলাম। তবুও মনে ভয় ছিল, যদি পাশ না করি! পরীক্ষাটি দিয়েছিলাম গেল মার্চে। ফলাফল পেলাম এই মঙ্গলবার। পাশ করেছি! এই নিরানন্দ সময়ে আনন্দের সংবাদ এটি।
ভক্তদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে- অভিনয়ে এতোদিন পার করার পর কোথায় অভিনয়ের জন্য পরীক্ষা দিলেন তাদের প্রিয় অভিনেত্রী। বিষয়টি খোলাসা করেছেন মম নিজেই।
তিনি জানান, পরীক্ষাটি ছিল বাংলাদেশ টেলিভিশনের। রাষ্ট্রীয় এই প্রধান সম্প্রচার মাধ্যমের তালিকাভুক্ত শিল্পী হতে হলে প্রত্যেককেই পরীক্ষায় অংশ নিতে হয়। পাশ করলেই মেলে শিল্পীর স্বীকৃতি। সুযোগ পাওয়া যায় বিটিভি প্রযোজিত নাটকে। তারই অংশ হিসেবে ক্যারিয়ারের ১৪ বছরের মাথায় পরীক্ষায় অংশ নেন।
জাকিয়া বারী মম বলেন, এই পরীক্ষায় পাশ করে খুব খুশি লাগছে। মনে হচ্ছে অভিনেত্রী হিসেবে এতদিনে আমি আসল স্বীকৃতি পেলাম। কারণ, এখন আমি সরকারি খাতায় তালিকাভুক্ত শিল্পী।
জানা গেছে মম একাই নন একসঙ্গে বিটিভির তালিকাভুক্ত হয়েছেন শামীমা তুষ্টি, রওনক হাসান, সানারেই দেবী শানু, কল্যাণ কোরাইয়া, নোভা, আলিফ চৌধুরী, সুষমা সরকার, নাবিলা বিনতে ইসলাম ও মুনিয়া ইসলামসহ অনেকে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার