চাঁদপুর সদর উপজেলায় পানিতে ডুবে মো. রাকিব (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাকিব গাজী বাড়ির মো. শুক্কুর গাজীর ছেলে।
রাকিবের চাচাত ভাই মুরাদ গাজী জানান, দুপুরে অন্য শিশুদের সাথে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় রাকিব। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নাজমুল আবেদনী রাকিবকে মৃত ঘোষণা করেন।






















