রাঙ্গামাটিতে বেড়েই চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন বাড়লেও সুস্থতার হার বেড়েছে অনেক। বর্তমানে সুস্থ হয়েছেন ২৩১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭জন। গত মঙ্গলবার রাতে কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ উপ-সহকারী কর্মকর্তা শিবু চাকমা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাঙ্গামাটির চম্পক নগর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
বুধবার ( ৮জুলাই) চট্টগ্রাম ভেটেনারী এন্ড আ্যাসিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা ৩২ টি নমুনা রিপোর্টের মধ্যে নতুন করে আরো ৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। যারা নতুন করে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে রাঙ্গামাটি সদরে ২জন ,কাউখালী উপজেলাতে ১ জন ও বাকী একজন বরকল উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা.মোস্তফা কামাল।
তিনি জানান, বুধবার বিকেলে ৩২টি রিপোর্ট এসেছে। ৩২টি রিপোর্টের মধ্যে ৪জনের পজিটভ পাওয়া গেছে। এ পর্যন্ত রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৬জন। তবে খুশির খবর যে, আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার হার বেড়েছে। সেক্ষেত্রে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সব সময় সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে।
ডা.মোস্তফা কামাল আরো জানান, এ পর্যন্ত মোট ২৩৬৭টি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখান থেকে ২১৭৬টি রিপোর্ট এসেছে। বাকী আছে ১৯১টি রিপোর্ট। আইসোলোশনে আছেন ৫জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৭জন।
বিজনেস বাংলাদেশ/ এ আর