বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০১৮ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আবু সালেহ আকন ও সরোয়ার আলম পুন:নির্বাচিত হয়েছেন । সভাপতি পদে আবু সালেহ আকন ১২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর প্রার্থী ইসারফ হোসেন ইসা পেয়েছেন ১০৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে সরোয়ার আলম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দীপু সারোয়ার পেয়েছেন ১০৪ ভোট।
কমিটিতে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মাসুম মিজান, যুগ্ম সম্পাদক পদে এস এম নূরুজ্জামান, অর্থ সম্পাদক পদে আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক পদে এম এম বাদশাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খালিদ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আসলাম রহমান এবং দপ্তর সম্পাদক পদে রুদ্র রাসেল নির্বাচিত হয়েছেন। তিনটি কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে আলাউদ্দিন আরিফ, খন্দকার হানিফ রাজা এবং মোহাম্মদ জাকারিয়া নির্বাচিত হয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় তলায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন দৈনিক খোলা কাগজের সিটি এডিটর সাকির আহমদ। অপর সদস্যরা হলেন সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান ও আতিকুর রহমান।


























