ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১১ টায় অফিসার ক্লাবে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৭ জন ক্ষুদ্র – নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৩০০০০০ টাকা ও ২০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে বাই সাইকেল এবং ৬ জন মুক্তিযুদ্ধাদের ২৫০০০ করে মোট ১৫০০০০ টাকা বিতরণ করেন ধোবাউড়া – হালুয়াঘাট আসনের সংসদ মিঃ জুয়েল আরেং।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিঃ ডেবিট রানা চিসিম, নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান, অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসনে,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী, ট্রাইব্যাল চেয়ারম্যান এডওয়ার্ড নাপাক, সাধারণ সম্পাদক এক্সিবিশন বনোয়ারী, শ্রমিক লীগের আহবায়ক জালাল উদ্দীন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান শামসুল হক,ফজলুল হক, এরশাদুল হক। অনুষ্ঠান শেষে ঘোষগাও ইউনিয়নের গলাভাঙা এবং বালিগাও গ্রামের বিদ্যুৎ উদ্বোধন করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ