১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বন্যায় সাপ থেকে সতর্ক ও বিশুদ্ধ পানি পান করার পরামর্শ

বন্যায় সাপের কামড় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। একই সঙ্গে, পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

ডা. নাসিমা সুলতানা বলেন, বন্যায় সাপের কামড়ে মৃত্যু-এটা খুব স্বাভাবিক ঘটনা। সেজন্য বাড়ির ছোটদেরকে এবং সবাই এই সাপ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নিরাপদ পানি পান করবেন সবাই। পানি ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগ্রহ করে আপনারা নিরাপদ পানি পান করবেন। যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন।

স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে বন্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং যারা বন্যায় আক্রান্ত তাদের সেবায় নিয়োজিত আছে। আপনারা সেবা গ্রহণ করবেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বন্যায় সাপ থেকে সতর্ক ও বিশুদ্ধ পানি পান করার পরামর্শ

প্রকাশিত : ০৩:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

বন্যায় সাপের কামড় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। একই সঙ্গে, পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

ডা. নাসিমা সুলতানা বলেন, বন্যায় সাপের কামড়ে মৃত্যু-এটা খুব স্বাভাবিক ঘটনা। সেজন্য বাড়ির ছোটদেরকে এবং সবাই এই সাপ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নিরাপদ পানি পান করবেন সবাই। পানি ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগ্রহ করে আপনারা নিরাপদ পানি পান করবেন। যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন।

স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে বন্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং যারা বন্যায় আক্রান্ত তাদের সেবায় নিয়োজিত আছে। আপনারা সেবা গ্রহণ করবেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার