০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

শরীয়তপুরে প্রবাসীর ঘরে অগ্নি সংযোগের অভিযোগ!

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাবাগ এলাকায় সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে গভীর রাতে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শুক্রবার আমির হোসেন সরদারের বড় ভাই সলেমান সরদার বাদী হয়ে পালং থানায় স্থানীয় আলী আজগর ভূইয়া ও পার্শ্ববর্তী সজিব ভূইয়া’র নাম উল্লেখ সহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছে।

মামলার বাদী সলেমান সরদার বলেন, পূর্ব শত্রতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাবাগ এলাকায় সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে অগ্নি সংযোগ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুক্রবার আমি বাদী হয়ে পালং থানায় স্থানীয় আলী আজগর ভূইয়া ও পার্শ্ববর্তী সজিব ভূইয়া’র নাম উল্লেখ সহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছি।

এদিকে, তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছোট ভাই ও সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে আমাদের আত্মীয় ইমরান সরদার, আরিফ সরদার ও সুলতান সরদার ঘুমিয়ে ছিলো। পরে গভীর রাতে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শক্রতার জেরে ঘরের দুইপাশের দরজা বাইর থেকে আটকিয়ে পাট ও পাট কাঠিতে কেরাসিন দিয়ে এবং জানালায় ও বেড়ায় কেরাসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর রাতে বাড়ির পাশের খালে নৌকা দিয়ে পাট বিক্রি করতে যাওয়ার সময় ইউসুফ বেপারী ও জলিল বাঘা ঘরে আগুন দেখে চিৎকার করে ডাকতে থাকে। এতে ঘরে ঘুমিয়ে থাকা ৩ জন সহ বাড়ির অন্যরা জেগে ওঠে। আর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাদের ৩ আত্মীয় বেঁচে যায়। তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষতি সাধন হয়। এঘটনার আমি পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করছি। অন্যদিকে, এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পালং থানার ওসি আসলাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

শরীয়তপুরে প্রবাসীর ঘরে অগ্নি সংযোগের অভিযোগ!

প্রকাশিত : ০৫:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাবাগ এলাকায় সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে গভীর রাতে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শুক্রবার আমির হোসেন সরদারের বড় ভাই সলেমান সরদার বাদী হয়ে পালং থানায় স্থানীয় আলী আজগর ভূইয়া ও পার্শ্ববর্তী সজিব ভূইয়া’র নাম উল্লেখ সহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছে।

মামলার বাদী সলেমান সরদার বলেন, পূর্ব শত্রতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাবাগ এলাকায় সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে অগ্নি সংযোগ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুক্রবার আমি বাদী হয়ে পালং থানায় স্থানীয় আলী আজগর ভূইয়া ও পার্শ্ববর্তী সজিব ভূইয়া’র নাম উল্লেখ সহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেছি।

এদিকে, তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছোট ভাই ও সৌদি প্রবাসী আমির হোসেন সরদারের ঘরে আমাদের আত্মীয় ইমরান সরদার, আরিফ সরদার ও সুলতান সরদার ঘুমিয়ে ছিলো। পরে গভীর রাতে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শক্রতার জেরে ঘরের দুইপাশের দরজা বাইর থেকে আটকিয়ে পাট ও পাট কাঠিতে কেরাসিন দিয়ে এবং জানালায় ও বেড়ায় কেরাসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর রাতে বাড়ির পাশের খালে নৌকা দিয়ে পাট বিক্রি করতে যাওয়ার সময় ইউসুফ বেপারী ও জলিল বাঘা ঘরে আগুন দেখে চিৎকার করে ডাকতে থাকে। এতে ঘরে ঘুমিয়ে থাকা ৩ জন সহ বাড়ির অন্যরা জেগে ওঠে। আর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাদের ৩ আত্মীয় বেঁচে যায়। তবে আগুনে ঘরের ব্যাপক ক্ষতি সাধন হয়। এঘটনার আমি পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করছি। অন্যদিকে, এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পালং থানার ওসি আসলাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর