বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে ফেনী সোনাগাজী উপজেলার পালগিরী গ্রামে মাওলানা শাহাদাত শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাতব্য চিকিৎসা কেন্দ্রের কো-চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা.মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে কয়েকশত গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.শাহাদাত হোসাইন বলেন, সরকার যখন সারাদেশে অবৈধ দখলকৃত জায়গা উচ্ছেদ অভিযান করছে তখন থেকে বলছি উচ্ছেদকৃত জায়গায় স্থায়ীভাবে বৃক্ষরোপন করলে ২৫% বনায়ন সম্ভব।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, মুহাম্মাদ মোতাহের হোসাইন, মোবারক হোসাইনসহ প্রমখসহ দাতব্য চিকিৎসা কেন্দ্রের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/এসএম




















