০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী

হাতে সময় মাত্র দুই মাস। নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার দুই রাজনৈতিক শিবির ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পক্ষেরই পাখির চোখ ভারতীয়-মার্কিন ভোটাররা। বিশেষজ্ঞরা বলছেন, ভোট পূর্ববর্তী সমীক্ষায় বোঝা যাচ্ছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ফলে প্রায় ২৫ লাখ ভারতীয়-মার্কিনের ভোট নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এই ভোট ব্যাঙ্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, রোববার তা আরো একবার প্রমাণিত হলো। রিপাবলিকান প্রার্থীর প্রথম নির্বাচনী টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে রোববার। তার একটা বড় অংশ জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এখানেই শেষ নয়। ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে মোদীর বক্তৃতার আরো অংশ আছে। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট শেষ বিদেশ সফর করেছেন ভারতে। হাউডি মোদীর মতো ভারতের আমেদাবাদ ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন। ‘নমস্তে ট্রাম্প’। ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী কার্যত ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন। ভারতীয়-মার্কিনদের কাছে সরাসরি ট্রাম্পের ফের নির্বাচিত করার আবেদন জানিয়ে মোদী বলেছিলেন, ট্রাম্প ভারতকে কী কী সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সাথে ট্রাম্পের সম্পর্ক কতটা গভীর। ট্রাম্পও ওই দিনের বক্তৃতায় মোদী এবং ভারতের ঢালাও প্রশংসা করেছিলেন। একই সাথে বলেছিলেন, দেশের ভারতীয়-মার্কিনদের তিনি কতটা গুরুত্ব দেন। নমস্তে ট্রাম্পের ফুটেজও ব্যবহার করা হয়েছে ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

২০ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প আলোচনা

ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী

প্রকাশিত : ০৩:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

হাতে সময় মাত্র দুই মাস। নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার দুই রাজনৈতিক শিবির ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পক্ষেরই পাখির চোখ ভারতীয়-মার্কিন ভোটাররা। বিশেষজ্ঞরা বলছেন, ভোট পূর্ববর্তী সমীক্ষায় বোঝা যাচ্ছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ফলে প্রায় ২৫ লাখ ভারতীয়-মার্কিনের ভোট নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এই ভোট ব্যাঙ্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, রোববার তা আরো একবার প্রমাণিত হলো। রিপাবলিকান প্রার্থীর প্রথম নির্বাচনী টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে রোববার। তার একটা বড় অংশ জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এখানেই শেষ নয়। ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে মোদীর বক্তৃতার আরো অংশ আছে। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট শেষ বিদেশ সফর করেছেন ভারতে। হাউডি মোদীর মতো ভারতের আমেদাবাদ ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন। ‘নমস্তে ট্রাম্প’। ওই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী কার্যত ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচার করেছিলেন। ভারতীয়-মার্কিনদের কাছে সরাসরি ট্রাম্পের ফের নির্বাচিত করার আবেদন জানিয়ে মোদী বলেছিলেন, ট্রাম্প ভারতকে কী কী সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার সাথে ট্রাম্পের সম্পর্ক কতটা গভীর। ট্রাম্পও ওই দিনের বক্তৃতায় মোদী এবং ভারতের ঢালাও প্রশংসা করেছিলেন। একই সাথে বলেছিলেন, দেশের ভারতীয়-মার্কিনদের তিনি কতটা গুরুত্ব দেন। নমস্তে ট্রাম্পের ফুটেজও ব্যবহার করা হয়েছে ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে।

বিজনেস বাংলাদেশ/ এ আর