ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৫৪(একশত চুয়ান্ন) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ ইব্রাহীম(৩০), পিতা-মৃত জলিল মিয়া, গ্রাম- বড় বাজার, রাজন হরিজন(৬৫), পিতা-মৃত যমুনা হরিজন, গ্রাম- রেলওয়ে পূর্ব কলোনী, সাগর হরিজন (৪০) পিতা-মৃত রাজু হরিজন, গ্রাম- রেলওয়ে পূর্ব কলোনী,ও সীমান্ত হরিজন(১৯) পিতা-মৃত জীবন হরিজন, গ্রাম- রেলওয়ে পূর্ব কলোনী, সর্ব থানা-আখাউড়াও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
থানা পুলিশের এক ব্রিফিং থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ও পুলিশের এক যৌথ অভিযানে শুক্রবার (৮ আগস্ট) রাত ০১ঃ৩০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে পূর্ব কলোনীর সড়ক বাজার টু আখাউড়া বাইপাস গামী পাকা রাস্তার পশ্চিম পাশে সুইপার কলোনীর প্রবেশের রাস্তার উপর থেকে উপরে উল্লেখিত ১৫৪ (একশত চুয়ান্ন) লিটার চোলাই মদ আটক করে এবং আসামীদের হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিএস./