০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
পুলিশি অভিযানে উদ্ধার শিশু

রূপনগরে নিজের সন্তানকে বিক্রি, বাবা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজের জন্ম দেওয়া সন্তানের প্রতি অবিশ্বাস্য নিষ্ঠুরতা দেখিয়ে, এক বাবা তাকে চুরি করে অন্যের কাছে বিক্রি করেছেন।

শনিবার বেলা ১১ টাই রূপনগর থানা পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

শিশু টির বয়স দের বছর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাবার নাম আবু নাইম করুন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও আর্থিক সংকটে ছিলেন। সুযোগ বুঝে কয়েকদিন আগে শিশুটিকে গোপনে বাসা থেকে নিয়ে যান এবং স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে নগদ অর্থের বিনিময়ে বিক্রি করে দেন।

শিশুর মা থানায় অভিযোগ দায়ের করলে রূপনগর থানা পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাবাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুবিক্রির সাথে জড়িত চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরাঞ্চল,দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

পুলিশি অভিযানে উদ্ধার শিশু

রূপনগরে নিজের সন্তানকে বিক্রি, বাবা গ্রেপ্তার

প্রকাশিত : ০১:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজের জন্ম দেওয়া সন্তানের প্রতি অবিশ্বাস্য নিষ্ঠুরতা দেখিয়ে, এক বাবা তাকে চুরি করে অন্যের কাছে বিক্রি করেছেন।

শনিবার বেলা ১১ টাই রূপনগর থানা পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

শিশু টির বয়স দের বছর।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বাবার নাম আবু নাইম করুন। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও আর্থিক সংকটে ছিলেন। সুযোগ বুঝে কয়েকদিন আগে শিশুটিকে গোপনে বাসা থেকে নিয়ে যান এবং স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে নগদ অর্থের বিনিময়ে বিক্রি করে দেন।

শিশুর মা থানায় অভিযোগ দায়ের করলে রূপনগর থানা পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাবাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুবিক্রির সাথে জড়িত চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।