০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

অনলাইন ক্লাসঃ আর্থিক অসচ্ছলদের মোবাইল কিনে দেবে চবি

অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণে যাদের ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই তাদেরকে স্ব স্ব বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক বরাবর যোগাযোগ পূর্বক নাম তালিকাভুক্ত করার নির্দেশ প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আগামী শনিবারের (২৯ আগস্ট) মধ্যে এ তালিকাভূক্ত সম্পূর্ণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও উক্ত তালিকা তৈরিতে শুধু প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবং ইতোমধ্যে যারা নাম জমা দিয়েছে তাদের যোগাযোগের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনলাইন শিক্ষা কার্যক্রম সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের একাডেমিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেয়ার উদ্যােগ নেওয়া হয়েছে।
ইমাম ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

অনলাইন ক্লাসঃ আর্থিক অসচ্ছলদের মোবাইল কিনে দেবে চবি

প্রকাশিত : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকরণে যাদের ডিভাইস ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই তাদেরকে স্ব স্ব বিভাগের সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক বরাবর যোগাযোগ পূর্বক নাম তালিকাভুক্ত করার নির্দেশ প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আগামী শনিবারের (২৯ আগস্ট) মধ্যে এ তালিকাভূক্ত সম্পূর্ণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও উক্ত তালিকা তৈরিতে শুধু প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবং ইতোমধ্যে যারা নাম জমা দিয়েছে তাদের যোগাযোগের প্রয়োজন নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অনলাইন শিক্ষা কার্যক্রম সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের একাডেমিক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেয়ার উদ্যােগ নেওয়া হয়েছে।
ইমাম ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজনেস বাংলাদেশ/ এ আর