তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, এক সময় এদেশে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভাল ছিলো না, ফোন ছিলো হাতে গোনা, সেই বাংলাদেশ এখন বদলে গেছে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল।
শনিবার দুপুরে সিংড়া উপজেলার নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্যের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চলনবিল সবচেয়ে বেশি অবহেলিত ছিলো, মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে শহরে আসতো। কৃষকেরা ন্যায্যমূল্য পেতেন না। গর্ভবতী মায়েরা হাসপাতাল পেতেন না। সেই চলনবিল এখন বিদ্যুতের আলোয় আলোকিত। মানুষ আজ শিক্ষা ও উন্নয়নের ছোঁয়া পেয়েছে। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এসব সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের জন্য।
নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ শারফুল ইসলাম তারা, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, অত্র স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনসহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে সকালে পলক সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক নতুন একটি অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন এবং হাসপাতাল উন্নয়নের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তিনি সিংড়া ইউসিসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।




















